আনোয়ারায় বারশত ইউপি চেয়ারম্যানের বৃক্ষরোপণ কর্মসূচি

-আনোয়ারায় ছাত্রলীগ কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। -ছবি প্রতিনিধি

চট্টগ্রাম : প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালা। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এর প্রভাবে পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির মুখে।

তবে আশার কথা-আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই বৃক্ষরোপণে আগ্রহ বাড়ছে। দিনে দিনে এতে সম্পৃক্ত হচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তবুও প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করলে এটা কিছুই না। তাই আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বুধবার (২৬ জুলাই) বিকেলে বারশত ইউনিয়ন ছাত্রলীগের একশ কর্মীর হাতে তুলে দেন একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মো.তারেকুল ইসলাম,বারশত ইউনিয়ন যুবলীগ নেতা মো.ইউসুফ, মো. আকতার, বারশত ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো.ইমরান হোসেন, মো. লোকমান, মিল্টন, এহসান, মাহমুদুল হক ও বাপ্পী প্রমুখ।

এর আগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানে সাতশ নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।