খাগড়াছড়িতে ৫২৯ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

খাগড়াছড়ি : সবুজ শ্যামলে ভরবে দেশ পাহাড় ধস বন্ধে সবুজ বনায়ন গড়ে তোলার অহবানে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন জানান, জেলার ৫২৯ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃক্ষরোপণ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা । এসময় বিভিন্ন রকম ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।