রাজীব দাশ রাজ
শ্রাবণ ধারা

আজি এ শ্রাবণের বারি ধারায়,
এসো প্রিয়া, ভিজি মনেরও আঙিনায়।
দুঃখ দেবে ছুটি, আছে যত বেদনায়,
প্রেম তরী, ছুটে চলে আপন ঠিকানায়।
আজি এ শ্রাবণের বারি ধারায়,
এসো প্রিয়া, ভিজি মনেরও আঙিনায়।।

যতো মেঘ জমেছে, হৃদয়ও আকাশে,
উড়িয়ে দাও, প্রকৃতির মোলায়েম বাতাসে।
এ ভূবন নেচে উঠেছে, তোমারই মনোমুগ্ধতায়।
আজি এ শ্রাবণের বারি ধারায়,
এসো প্রিয়া, ভিজি মনেরও আঙিনায়।।

জল-তরঙ্গ খুশিতে, দেখ সুর তুলেছে,
তোমায় পেয়ে, তার বাঁধনও খুলেছে।
আলিঙ্গনের সুবাস দিও, বৃষ্টির অঝোর ফোঁটায়,
আজি এ শ্রাবণের বারি ধারায়,
এসো প্রিয়া, ভিজি মনেরও আঙিনায়।।

শেয়ার করুন