উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আক্রান্ত
সুজনের শারীরিক অবস্থার উন্নতি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আক্রান্ত খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস।

শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে সুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

জালাল ইউনুস জানান, আইসিইউতে থাকলেও সুজনের লাইফ সাপোর্ট আপাতত সরিয়ে নেয়া হয়েছে। তার শরীর সাড়া দিচ্ছে। রাতের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে। সকাল সাড়ে দশটায় এমআরআই করানো হয়। সর্বশেষ খবর, তার এমআরআই রিপোর্ট ভালো।

এদিকে শারীরিক অবস্থার উন্নতি হলেও বিসিবি সুজনকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করেছে। সোমবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির পরিচালক।

সুজন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

শেয়ার করুন