রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক এম্বুলেন্সে ইয়াবাসহ দুইজন আটক উখিয়ায়

ককসবাজার : উখিয়ায় ইয়াবা চালানভর্তি রোহিঙ্গা শিবিরে নিয়োজিত এম্বুলেন্স তল্লাশী চালিয়ে ১৫ হাজার ইয়াবা আটক করেছে পুলিশ।

এসময় দু’জন পাচারকারীকে আটক করা হয়েছে। তবে একটি সূত্র মূল হোতা সাতকানিয়ার মহিউদ্দীনের নাম জানালেও তিনি তা অস্বীকার করেন।

২৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ হ্নীলা মুচনি ক্যাম্পের আর টিএম ইন্টারন্যাশনাল অ্যাম্বুলেন্স ইয়াবার চালান নিয়ে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার যাওয়ার পথে উখিয়া থানা সামনে পৌছলে উখিয়া থানার এসআই খাজা মাঈন উদ্দিনের নেতৃত্বে এএসআই নাজমুল ও সোহেল বেপারী গোপন সংবাদের ভিত্তিতে (ঢাকা ছ-৭১-২৪৯২) নাম্বারধারী অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে রোগীর সিটের পাশের বক্স থেকে ১৫ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন-টেকনাফ উপজেলার মুচনী নয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসনের ছেলে বাদশাহ মিয়া (৩৫) ও চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া থানার মধ্যম মাদ্রাসা এলাকার হাজী কালু মিয়ার ছেলে মাহমুদুল হক রানা (৩২)।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ইয়াবাসহ আসামী আটকের সত্যতা স্বীকার উদ্ধারকৃত মাদকসহ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরনের কথা জানিয়েছেন।

এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এইসব ইয়াবার সাথে সাতকানিয়া ছদহা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আহমদ ছফার পুত্র মহিউদ্দীনের যোগসাজস রয়েছে। উক্ত মহিউদ্দীন বিগত সময়ে জাল টাকার ব্যবসা করতো বলেও একই সূত্রে দাবী। সেই সূত্রে পুলিশের হাতে তার অপর সহযোগীসহ গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে আসে।

বর্তমানে মুরাদপুর এলাকায় জলিল বিল্ডিং এলাকায় বসবাস করছে। তবে উক্ত মহি উদ্দীনের ফোনে কল করা হলে সে রং নাম্বার বলে ফোন কেটে দেন।