হারিয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওর, হুমকিতে হিজল করচ ও জীববৈচিত্র্য

সুনামগঞ্জের উওর-পশ্চিম সীমান্ত এলাকা তাহিরপুর উপজেলাজুড়ে অবস্থিত মাদার ফিসারিজ অব টাঙ্গুয়ার হাওর থেকে এখন প্রতিনিয়ত জ্বালানী হিসাবে অবাধে কেটে নিয়ে যাওয়া হচ্ছে নলখাগড়া চাইল্যাবন হিজল করচ গাছের ঢালপালা। উজাড় করা হচ্ছে ঘন সবুজ বন। বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত বিশাল হাওরের জলারাশির চারদিকে হিজল-করচ নলখাগড়া, চালিয়াবনসহ বিভিন্ন জাতের গাছ গাছালী সমৃদ্ধ অতিথি পাখিদের অভয়াশ্রম ছিল। ভারতের মেঘালয় পাহাড়ের কূলঘেষা সবুজের সমারোহে বেষ্টিত অপার প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য এখন অনেকটাই তার প্রাকৃতিক সৌন্দর্য্য হারানোর পাশাপাশি জীব বৈচিত্র্য ক্রমশ: হুমকির মুখে পড়ছে। ফলে বিপন্ন হচ্ছে হাওর, বিপন্ন হচ্ছে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ। এক শ্রেণীর বনখেকো চক্রের কবলে বিলুপ্ত হয়ে গেছে টাঙ্গুয়ার হাওরের হিজল করচসহ বিভিন্ন প্রজাতির গাছগাছালি ।

টাঙ্গুয়ার হাওর সম্পর্কে তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ৯০ দশকের শুরুতে পরিবেশ বিপন্ন হওয়ার বিষয়টি মিডিয়ায় উঠে আসলে পরিবেশ বিশেষজ্ঞ দল বাংলাদেশের আটটি স্থানকে স্পর্শকাতর উল্লেখ করে পরিবেশ সংরক্ষণের দাবী উঠানো হয়। তখন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সঙ্গে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, যশোহরের মাঠচান্দ, কক্সবাজারের সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপ, টেকনাফের উপকুলীয় অঞ্চল, সিলেটের কুলাউড়ার মাধবকুন্ড জলপ্র্রপাত ও হাকালুকি হাওরকে পরিবেশের জন্য স্পর্শকাতর এলাকা হিসাবে ঘোষিত হয় এবং এই আটটি স্থানে ৯৭ সালে ২৮ আগষ্ট জারিকৃত পরিবেশ সংরক্ষণ বিধিমালা কার্যকর হয়। সারা বিশ্বে রামসারভূক্ত স্পট হচ্ছে ১০৩১ টি। এর মধ্যে টাঙ্গুয়ার হাওর একটি অন্যতম স্পট। রামসার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসাবে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতি ঘটে ১৯৯২ সালের মে মাসে। পরবর্তীকালে রামসার সাইট হিসাবে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর। রামসার ঘোষণার পর টাঙ্গুয়ার হাওরে প্রচলিত ইজারা ব্যবস্থা বন্ধ এবং কর্তৃত্ব পরিবর্তিত হয়।টাঙ্গুয়ার হাওর একটি বৃহৎ জলমহাল হিসাবে কর্তৃত্ব ছিল শুধু মাত্র ভূমি মন্ত্রণালয়ের হাতে। এখন পরিবেশ ও বনমন্ত্রণালয়ের হাতে। রামসার ঘোষণার পর টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি কমার্শিয়াল এমনকি পর্যটন শিল্পের দিক নিয়েও নতুন সম্ভাবনা জেগে উঠে। হাওর পাড়ের জনগণের অংশীদারীত্বের মাধ্যমে হাওর ব্যবস্থানার মাধ্যমে ইকোসিষ্টেম ট্যুরিজম গড়ে তোলার জন্য নেয়া হয় নানা পদক্ষেপ। হাওর এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে ২০০১ সালে ১২ ফেব্রুয়ারী একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

২০০৩ সালে ৮ নভেম্বর জেলা প্রশাসন পুলিশ বিডিআর আনসারদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর মাধ্যমে টাঙ্গুয়ার হাওর থেকে ওয়াটার লর্ড খ্যাত ইজারাদার গোষ্ঠীকে বিতাড়িত করে হাওরের নিয়ন্ত্রণ গ্রহণ করা হয় সরকারি ব্যবস্থাপনায়। ১৯৩০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ৭৩ বছর ইজারা প্রথা ও ওয়াটার লর্ডদের নিয়ন্ত্রণে ছিল টাঙ্গুয়ার হাওর। এর পর টাঙ্গুয়ার হাওরে ৭৩ বছরের ইজারাদারী প্রথা শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে সপ্তাহে পালাক্রমে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতত্বে ৪টি ক্যাম্পে নিয়োজিত করা হয় পুলিশ আনসারদের। ব্যবস্থাপনার দায়িত্ব পায় বেসরকারী এনজিও সংস্থা আইইউসিএন। প্রায় ১০ হাজার হেক্টর আয়তনের অধিক জলসীমা বেষ্টিত ৫২টি ছোট বড় বিলের সমন্বয়ে গঠিত টাঙ্গুয়ার হাওরে ২০০৪ সালের ২ সেপ্টেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয় আইইউসিএনের সহায়তায় টাঙ্গুয়ার হাওরের সার্বিক উন্নয়নে প্রথম ধাপে ৬৩ কোটি টাকা বরাদ্দের ভিত্তিতে ১০ বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে। গৃহীত প্রকল্পের আওতায় টাঙ্গুয়ার হাওর তীরবর্তী ৮৮টি গ্রামের অধিবাসীদের আর্থ সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, হাওর ইকোট্যুরিজম, ৫১টি বিল এলাকার পরিবেশ প্রতিবেশ ফিরিয়ে আনা, মাত্রাতিরিক্ত সম্পদ আহরণ রোধ, এলাকাবাসীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, জনগণকে সংগঠিত করার ব্যবস্থা রেখে পর্যটন কেন্দ্র গড়ে তোলার নানা পরিকল্পনা নেয়া হয়েছিল। টাঙ্গুয়ার হাওরে গত ১৩ বছর আগেও হাজার হাজার হিজল করচ গাছ, নলখাগড়া, ঝাউবন চাইল্যাবন, বরুণ, পানিফল ,হেলেঞ্চা, বনতুসী, বল্লূয়া সহ নানা প্রজাতির গাছ ও বন ছিল। হাওরের সুবিশাল জলরাশির বুকে ও চার পাশ জুড়ে ছিল ২০৮ প্রজাতির পাখি, ১৪১ প্রজাতির মাছ, ১১ প্রজাতির উভচর প্রাণী, ৩৪ প্রজাতির সরীসৃপ, ৭ প্রজাতির গিরিগিটি, ২১ প্রজাতির সাপ, ৬ প্রজাতির কচ্ছপ, ১৫০ প্রজাতির জলজ ও জলপদ্ম জাতীয় উদ্ভিদ এছাড়াও দুর্লভ প্রজাতির প্যালাসেস ফিশিং ঈগল। কিন্তু বর্তমানে বদলে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরের দৃশ্যপট। অবৈধ ভাবে হিজল করচ গাছ কাটা অব্যাহত থাকায় প্রায় পাখি শূন্য হতে যাচ্ছে হাওরটি।

সম্প্রতি সরেজমিনে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখা যায়, হাওরপারের জনগণ জ্বালানী চাহিদা মেটাতে নলখাগড়া, বনতুলসী, চাইল্ল্যাবন, হিজল করচ গাছের ডালপালা ছোট ছোট নৌকা বোঝাই করে কেটে নিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। বিনোদপুর গ্রামের অশ্বিনি বর্মন, পানিয়াখালী গ্রামের রহিম উদ্দিনকে জিজ্ঞাসা করলে তারা জানায় বর্ষাকালে জ্বালানী চাহিদা পূরণের জন্য তারা বনতুলসী ও নলখাগড়া কেটে নিয়ে যায়। আনসার পুলিশ আটকালে কি করবে ? এমন প্রশ্নের উওরে তারা বলে ২০/৫০ টাকা হাতে তুলে দিলেই তারা চুপ থাকে। ম্যাজিষ্ট্রেট টহল কালীন সময়ে হাওর থেকে বিগত কয়েক বছর ধরে লাখ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল, নৌকা আটক করলেও পুলিশ আনসারদের ৪টি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্তরা রীতিমত পাল্টা প্রতিযোগিতা শুরু করে দেয় কে কত টাকা বেশী কামাতে পাড়বে হাওরে মাছ গাছ চুরিতে নীরব দর্শকের ভূমিকা পালন করে ও শীত মৌসুমে অতিথি পাখি শিকার করার সুযোগ তৈরী করে দেয়ার মাধ্যমে। এ হাওর জলাভূমিকে অতিথি পাখির অভয়াশ্রম বলা হলেও চলতি বছর তুলনামূলক ভাবে পাখি না আসায় অনেকটা ধরে নেয়া হয়েছে হয়ত অতিথি পাখিরাই ঘোষণা দিয়ে বিদায় নিয়েছে টাঙ্গুয়ার হাওর তাদের জন্য এখন আর নিরাপদ নয়। আর এ অবস্থার জন্য হাওর পাড়ের বাসিন্দারা পুলিশ আনসারদের দায়ী করার পাশাপাশি অভিযুক্ত করছেন আইইউসিএন ও সিএনআরএস সহ হাওরে ডেভলপম্যান্ট কাজে নিয়োজিত বেসরকারী এনজিও সংস্থাগুলোকে। হাওর পাড়ের লোকজন বলেন- নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আনসাররা নিজেদের পকেট ভারী করতে যেমন মাছ ধরা ও গাছ কাটার সুযোগ দিচ্ছেন তেমনি তদারকির অভাব ও আইইউসিএনের তত্বাবধানে টাঙ্গুয়ার হাওরের সার্বিক উন্নয়ন কাজে থাকা সিএনআরএস সহ অন্যান্য এনজিওগুলো হাওরে কেবল ফাইল ওয়ার্ক করেছে। বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। মাছ ধরা পাখি শিকার যেমন বন্ধ হয়নি তেমনি জ্বালানী হিসাবে নলখাগড়া, চাইল্ল্যাবন হিজল করচের ডালপালা কেটে নিয়ে যেতে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে সেদিন হয়ত আর বেশী দূরে নয় যেদিন টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সম্ভব হবে না। আশংকা করা হচ্ছে এ অবস্থা চলতে থাকলে বিপন্ন হতে পারে হাওরের পরিবেশ, হাওর পাড়ের জনবসতিগুলোতে পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব পড়তে পারে।
হাওর পাড়ের নানা পেশার লোকজন জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরে এক সময় সবুজের সমারোহ থাকলেও এখন গাছগাছালির খুব একটা দেখা পাওয়া যায় না। বনখেকো চক্রের হাতে টাঙ্গুয়ার হাওর এখন প্রায় গাছ শূন্য হতে চলেছে। টাঙ্গুয়ার হাওরে বেপরোয়া ভাবে গাছ নিধনের কারণে নষ্ট হচ্ছে হাওরের পরিবেশ, বিপন্ন হচ্ছে অতিথি পাখির অভয়ারণ্য নষ্ট হচ্ছে মাছের আবাসস্থল। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুমাল গ্রামের গোলাম কিবরিয়া বলেন, গত দুই দশক ধরে টাঙ্গুয়ার হাওরে গাছকাটা চলছে। একই গ্রামের বজলু মিয়া বললেন, এখন হাওরে গাছপালা আগের মত নেই । সেই সাথে জ্বালানী হিসেবে ব্যবহার করা চাইল্যাবন, নল-খাগড়া, বিন্নাছন, বউল্ল্যা বন, হেগরা বন আগের মত পাওয়া যায় না। টাঙ্গুয়ার হাওর পাড়ের গ্রাম রূপনগর। এ গ্রামের ৬০/৭০ জন নারী-পুরুষ সিংড়া,শালুক (এক ধরনের পানি ফল) বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এটাই ছিল তাদের বাপ, দাদার আদি পেশা। কিন্তু গত ৮/১০ বছর ধরে অনেকেই সিংড়া বিক্রি বন্ধ করে দিয়ে অন্য পেশায় চলে গেছেন। এ ব্যাপারে আইইউসিএনের কো-অর্ডিনেটর ওয়াহিদুজ্জামান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন , হাওরের গাছগাছালি ও বন কেটে নেয়ার বিষয়টি আমরা বিভিন্ন সময়ে প্রশাসনকে অবহিত করেছি। বনখেকোদের সাথে আনসারদের অবৈধ যোগসাজসের কারণে টাঙ্গুয়া হাওর উজার হয়ে যাচ্ছে। টাঙ্গুয়া হাওরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে সিএনআরএস প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাত বলেন, টাঙ্গুয়া হাওরের গাছগাছালির ডালপালা না কাটার জন্য আমরা স্থানীয় জনগণকে নিষেধাজ্ঞা করেছি এবং জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন সময়ে কর্মশালা করেছি।এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাওরপারের লোকজনদের জনসচেতনতামূলক কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা নিজ দায়িত্ব থেকেই টাঙ্গুয়া হাওর সুরক্ষায় দায়িত্ব পালন করে থাকে।প্রসঙ্গত. দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর ২০০৩ সালে জেলা প্রশাসন দেখভালের দায়িত্ব নেয়। ২০০৬ সালের ডিসেম্বরে এর দেখভালের দায়িত্ব পায় আইইউসিএন। ২০১৬ সালের আগস্ট পর্যন্ত আইইউসিএন টাঙ্গুয়ার হাওর দেখভালের দায়িত্বে ছিল। এরপর আবার ১৬ মাসের জন্য অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত টাঙ্গুয়ার হাওর দেখভালের দায়িত্বে পায় আইইউসিএন। তবে অভিযোগ রয়েছে আইইউসিএন টাঙ্গুয়ার হাওরের উন্নয়ন-জীব বৈচিত্র রক্ষায় ব্যর্থ হয়েছে। গত ১ জুলাই সুনামগঞ্জ সার্কিট হাউজে টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী’র কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক কবির বিন আনোয়ার বলেছিলেন,‘দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর প্রায় ৯ বছর দেখভাল করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন)। সুনির্দিষ্টভাবে বললে- এই সময়ে হাওরের মাছ ও জীব বৈচিত্র রক্ষায় আইইউসিএন ব্যর্থ হয়েছে। তবে হাওর পাড়ের মানুষ জীব-বৈচিত্রের বিষয়ে কিছুটা সচেতন হয়েছে।

শেয়ার করুন