চট্টগ্রাম : বাংলাদেশ-জাপান বিটুবি (ই২ই) কনফারেন্স-এ যোগদান উপলক্ষে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ৩ আগস্ট দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগে বাংলাদেশ ত্যাগ করেছেন। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো), সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত বর্ণিত কনফারেন্স-এ বাংলাদেশ হতে উচ্চক্ষমতাসম্পন্ন সরকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। কনফারেন্সের মূল আলোচ্য বিষয় হচ্ছে “জাপানীজ বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, এনার্জি, ম্যানুফ্যাকচারিং, আইটি এবং আর্থিক খাতে বিনিয়োগ পরিবেশ”। চিটাগাং চেম্বার সভাপতি বাংলাদেশ তথা চট্টগ্রামে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করবেন।
তিনি ৪ আগস্ট সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন’র প্রেসিডেন্ট এস.এস. টিও (ঝ.ঝ. ঞবড়) এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মির্জা গোলাম সবুরের সাথেও সাক্ষাত করবেন। এ কনফারেন্সে অংশগ্রহণ করছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলাপমেন্ট অথরিটি (বিডা)’র এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম ও পরিচালক তহিদুর রহমান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি এ্যাফেয়ার্স’র প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফজলে কবির, বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা)’র এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বোস, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি’র এমডি হোসনে আরা বেগম, এনডিসি। বিজনেস সেশনে অংশগ্রহণ করছেন দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই), দি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ)’র সভাপতিবৃন্দ। এছাড়া জেটরো বাংলাদেশ প্রধান কেই কাওয়ানো, জেটরো সিঙ্গাপুর প্রধান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ ও জাপানের রাষ্ট্রদূতদ্বয়, বাংলাদেশের বিভিন্ন খাতের স্বনামধন্য গ্রুপসমূহ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশের সার্বিক অনুকূল বিনিয়োগ পরিবেশ, সরকার কর্তৃক গৃহীত বিনিয়োগ সুযোগ-সুবিধা ও অমিত সম্ভাবনা নিয়ে উপস্থিত নেতৃস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিকট বিস্তারিত তুলে ধরবেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম আগামী ৬ আগস্ট দেশে ফিরবেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত