রোহিঙ্গা নির্যাতন : গাজীপুরে বিএনপির মানববন্ধন

গাজীপুর : মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের নিপিড়ন, পুড়িয়ে হত্যা, গণধর্ষণ, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুন্ঠনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাজীপুর জেলা বিএনপি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন।

বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবীর, মজিবুর রহমান, ডাঃ মাজহারুল আলম, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা সালাহ উদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির সহসভাপতি আফজাল হোসেন কায়সার, আহমদ আলী রুশদী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, সাখাওয়াৎ হোসেন সবুজ, বিএনপি নেতা আশরাফ হোসেন টুলু, জয়নাল আবেদীন তালুকদার, হান্নান মিয়া হান্নু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবীর রাজু, মেহেদী হাসান এলিচ, প্যানেল মেয়র-২ হাসান আজমল ভূইয়া, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।.