ইউপি নির্বাচনে এমপি’র এপিএসের প্রভাব বিস্তারের অভিযোগ

ইউপি নির্বাচনে এমপি’র এপিএসের প্রভাব বিস্তারের অভিযোগে সংবাদ সম্মেলন। দৈনিক নয়াবাংলা

 

চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নেজাম উদ্দিন সনি পক্ষে অনুগত ১৩ প্রিজাইডিং অফিসারকে অপসারণ করার দাবি তুলেছেন ওই ইউনিয়ন নির্বাচনের ৯ চেয়ারম্যান প্রার্থী।

তাদের অভিযোগ, স্থানীয় এমপি ব্যরিস্টার আনিস মাহমুদের এপিএস মঞ্জুর আলম নির্বাচনে প্রভাববিস্তার করছে। পাশাপাশি ১৩ জন প্রিসাইডিং অফিসারের সাথে প্রার্থী নেজাম উদ্দিন সনির সখ্যতা রয়েছে। ফলে নির্বাচন নিরপেক্ষতা হারাবে। আজ বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সেকাদ্দর এ অভিযোগ করেন। এসময় আরো ৪ জন চেয়ারম্যান প্রার্থী রাশেদ আলী মাহমুদ, হাজী হেলাল, নূরুল আবছার সরকার, জহুরুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারগণ একজন প্রার্থীর অনুগত এবং বিশ্বস্ত। অতীতে উক্ত প্রিজাইডিং অফিসারগণের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ছিল। নির্বাচনী কাজে নিয়োজিত হাটহাজারী প্রসাশনের কিছু কর্মকর্তা বর্তমান এমপি এর ব্যক্তিগত সহকারীর বিশ্বস্ত আস্থাবাজন এবং ওনি ব্যক্তিগত ভাবে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। আমরা উক্ত প্রিজাইডিং অফিসারগণ এবং হাটহাজারী প্রসাশনের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠানে সুক্ষ কারচুপি বা ইলেকশন মেকানিজমের আশংঙ্কা প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও শান্তিপূর্ন অবাধ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন পরিচালনার জন্য হাটহাজারী উপজেলার বাহির থেকে প্রিজাইডিং অফিসার এবং প্রশাসনের কর্মকর্তা নিয়োগের দাবি জানানো হয়।

শেয়ার করুন