মামলা আপোস
নতুন ইনিংস শুরু ক্রিকেটার সানি-নাসরিন ঝুটির

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তার স্ত্রী নাসরিন সুলতানার মধ্যে আপোস-মীমাংসা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় উভয় পক্ষ আদালতে একটি আপোসনামা দাখিল করে। এরপর ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামি আরাফাত সানির জামিন স্থায়ী করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল এসব তথ্য জানিয়েছেন।

আপসনামায় বলা হয়-‘২০১৪ সালের ৪ ডিসেম্বর চার লাখ টাকা দেনমোহরে আমরা (আরাফাত সানি ও নাসরিন সুলতানা) বিবাহবন্ধনে আবদ্ধ হই। যা এখন বেড়ে ১০ লাখ টাকা হবে এবং অদ্য সোমবার পুনরায় বিয়ে রেজিস্ট্রি করে নেব।

এ ছাড়া আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সৃষ্ট মামলা প্রত্যাহার করে নেব এবং এখন থেকে সুখে-শান্তিতে দাম্পত্যজীবন অতিবাহিত করব।’

আদালত সূত্র জানায়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে আরাফাত সানি ও ওই তরুণীর ঘনিষ্ঠতা হয়। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। বিয়ের তিন বছরেও সানি ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি।

শেয়ার করুন