ভর্তি জালিয়াতি
চবি ছাত্রলীগ নেতাসহ দুজন বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় ছাত্রলীগের এক নেতাসহ দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিজস্ব ক্ষমতাবলে এই দুজনকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সৌরভ ও ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শরিফুল ইসলাম নাজমুল। এর মধ্যে ইশতিয়াক চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহসম্পাদক ও একই কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের ব্যবহৃত হওয়া ডিভাইস ও ব্লু-টুথসহ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইশতিয়াককে আটক করা হয়। এর আগে বুধবার (২৫ অক্টোবর) নাজমুলকে আটক করে পুলিশ।

শেয়ার করুন