৪০ হাজার ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের গড়ে তোলা একটি সংঘবদ্ধ ইয়াবা চক্রের পাঁচজনকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার থেকে তাদের আটক করেছে সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বলেন, টেকনাফে লেদা অস্থায়ী ক্যাম্পে আটক ৫ রোহিঙ্গা বসবাস করেন। বাংলাদেশে প্রবেশের পর তারা কয়েকজন মিলে একটি সিন্ডিকেট করেছেন। মিয়ানমার থেকে ইয়াবা এনে তারা বাংলাদেশের ভেতরে ছড়িয়ে দিচ্ছে। তাদের কাছ থেকে সিন্ডিকেটের অন্ত:ত ৩০ জনের নাম পেয়েছি। তাদের আটকের চেষ্টা করছি। ’

আটক পাঁচজন হলেন, নূরুল ইসলাম (২৫), রশিদ আহমেদ (২৭), বায়তুল্লাহ (৩০), আবুল হোসেন (৪০) এবং সিরাজুল ইসলাম (২৭)।

আটক পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন