খাগড়াছড়িতে এডভোকেসি সভায় বক্তারা
বাল্য বিবাহরোধে পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করুন

বক্তব্য রাখছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী

শংকর চৌধুরী,খাগড়াছড়ি: আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত দেশব্যাপী পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহের প্রচারাভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা ও পরামর্শ সর্ম্পকে আলোচনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: বিপ্লব বড়ুয়া, জেলা মাতৃ সদনের সহকারী পরিচালক ডা: আশুতোষ চাকমা।

বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক এম.এ.জব্বার, জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ কুমার ভট্টচার্য্য, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম প্রমুখ। এসময় জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচকরা বাল্য বিবাহরোধসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা সর্ম্পকে জনগণকে অবগত করতে গণমাধ্যমের সহযোগীতা কামনা করে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাসের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।