আন্জুমানে রজভিয়া নূরীয়ার প্রস্তুতি সভায় আল্লামা নূরী
যৌতুকবিরোধী আইনের প্রয়োগ না হওয়ায় বাড়ছে নারী নির্যাতন

লালদিঘীতে যৌতুকবিরোধী মহাসমাবেশ ৬ জানুয়ারী


আন্জুমানে রজভিয়া নূরীয়ার প্রস্তুতি সভায় প্রধান অথিতির বক্তব্য রাখছেন পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মুঃজিঃআঃ)। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : আগামি ৬ জানুয়ারি শনিবার ঐতিহাসিক লালদিঘী ময়দানে দশম বারেরমত যৌতুকবিরোধী মহাসমাবেশ ও বাদে মাগরিব তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ।

এ উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী সৈয়দ মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েতের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী। তিনি বলেন, বর্তমান সরকার ও বিরোধীদলীয় নেত্রী নারী হওয়া স্বত্বেও যৌতুকের কারনে বর্তমান বাংলাদেশে নারীরা নিত্যদিন নির্যাতিত হচ্ছে। অথচ আমাদের দেশে যৌতুক বিরোধী যথেষ্ট আইন রয়েছে। কিন্তু প্রয়োগ না থাকায় নারী নির্যাতন বেড়েই চলছে। তিনি সরকারকে অবিলম্বে নারীসমাজকে মহামারী যৌতুক প্রথা থেকে রক্ষা করতে আহবান জানান।

সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ নুরুল হক, দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামী, উত্তর জেলা সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, এ্যডভোকেট আবদুর রশীদ দৌলতি, মুহাম্মদ হাসান, আবু ছালেহ আঙ্গুর, আলহাজ্ব নাদিমুল হক রানা, মুহাম্মদ মিয়া জুনায়েদ, মাওলানা আবদুল কাদের রজভী , মুহাম্মদ তারেক আজিজ, মাওলানা মঈনুদ্দিন খান মামুন, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী, কাজী মাওলানা মুহাম্মদ আলাউদ্দীন, মুহাম্মদ ফরিদুল আলম, আলহাজ্ব মুছা সওদাগর, আলহাজ্ব জহির সওদাগর, মুহাম্মদ ওমর ফারুক, মো. নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন, মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ওসমান, শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, নাসির উদ্দিন রুবেল, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ আবদুল গাফ্ফার, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান, এস.এম ইকবাল বাহার চৌধুরী, মুহাম্মদ কুতুব উদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ রেজা, মুহাম্মদ বাপ্পী, হাফেজ মুহাম্মদ আমিন, শাহাদাত হোসেন, মুহাম্মদ নাছির, সৈয়দুল হক সৈয়দ, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা পীরে তরীকত আল্লামা আবুল কাশেম নূরী (ম.জি.আ.)’র আহবানে আগামি ৬ জানুয়ারী শনিবার বেলা ২টা হতে চট্টগ্রাম লালদিঘী ময়দানে যৌতুক বিরোধী মহাসমাবেশ ও বাদে মাগরিব হতে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য এবং যৌতুকের মত সামাজিক ব্যাধি পরিহারের মানসিকতা তৈরি ও গণসচেতনতা সৃষ্টির এ মহা আয়োজনে দেশবাসীকে সহযোগিতা করার বিনীত অনুরোধ জানান।

শেয়ার করুন