লামায় টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মশালা

রেহেনা মোস্তফা : বান্দরবানের লামা উপজেলায় স্থানীয় পর্যায়ের ইস্যু নির্ধারণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বেসরকারী সংস্থা আইএইচপিডি’র আয়োজনে লামা প্রেসক্লাব সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এম. রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কর্মশালায় স্থানীয় সাংবাদিক, হেডম্যান, কারবারীবৃন্দ প্রমুখ।

রাঙ্গামাটি জেলার সিআইপিডি সংস্থার এআরএডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় ৩০ জন সমাজকর্মী, হেডম্যান, কারবারী, মানবাধিকার কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন