মতবিনিময় সভায় উপ-পরিচালক
অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো সমাজসেবায় ভূমিকা রাখার তাগিদ

চট্টগ্রাম : জেলা সমাজসেবা উপ-পরিচালক মো: শহিদুল ইসলামের সাথে বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়।

বুধবার (৯ মে) সকাল ১০টায় মুরাদপুরস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক জেলা পি পি এডভোকেট আবুল হাশেম।

উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, আবু বক্কর, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, চট্টগ্রাম অনলাইন প্রেস কাবের সভাপতি, জেলা কমিটির সদস্য এম আলী হোসেন, কোষাধ্যক্ষ মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, দপ্তর সম্পাদক সুকুমার দত্ত, সদস্য মো: জাহেদ হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহ, আনোয়ারার সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আলম খাঁন, শিলাইগড়া গণ পাঠাগার এর সভাপতি মো: নুরুল আমিন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ উপ-পরিচালক মো: শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলার প্রতিটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, এতিমখানা ও সমাজকর্মীদের সমাজসেবায় আরও বেশী তৎপর হয়ে সামাজিক অবক্ষয় রোধ, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহরোধ, ইভটিজিং বন্ধ, মাদকাসক্ততা প্রতিরোধসহ সমাজের স্থিতিশীলতা রক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো যার যার অবস্থান হতে প্রত্যেক’কে ভূমিকা রাখার তাগিদ দেন।

শেয়ার করুন