রূপালী ব্যাংক কর্মকর্তা হত্যাকাণ্ড : ছেলের ৩ বন্ধু গ্রেপ্তার

নিহত ব্যাংক কর্মকর্তা সজল নন্দী

চট্টগ্রাম : নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় তার ছেলের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই কর্মকর্তারা বলছেন, এই তিনজন খুনের সঙ্গে ‘সরাসরি জড়িত’।

গত রোববার (২৭ মে) সকালে নগরীর বন্দর থানা সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর সজলের ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন জয় নগরীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্য দুইজন মাধ্যমিক শ্রেণির ছাত্র।

পিবিআই’র পরিদর্শক সদ্বীপ দাশ বলেন, তদন্তে সজল নন্দীর স্কুলপড়ুয়া ছেলের বন্ধুদের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাদের আমরা গ্রেপ্তার করেছি। কী কারণে সজলকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায় নি তিনি।

“অভিযান চলছে, পুরোপুরি শেষ হলে বিস্তারিত জানানো হবে “ বলেন সদ্বীপ।

শেয়ার করুন