পাকিস্তানের আরেক ক্রিকেটার নিষিদ্ধ

পাকিস্তানে সাময়কি নিষিদ্ধ নাসির জামশেদ। ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেটে বোর্ড (পিসিবি) এবার নাসির জামশেদকে সাময়কি নিষিদ্ধ করলো। বোর্ডের দুর্নীতি বিরোধী নীতি ভাঙার কারণে তিনি এই নিষেধাজ্ঞা পেলেন। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন। এর আগে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ইসলামাদ ইউনাইটেডের দুই খেলোয়াড়- শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তাদেরকে আরব আমিরাত থেকে দেশে পাঠিয়ে দেয়া হয়। একটি আন্তর্জাতিক জুয়াড়ি চক্র পিএসএলের খেলোয়াড়দের দিয়ে স্পট ফিক্সিং করাতে চেয়েছিল। তাদের সঙ্গে শারজিল ও খালিদ লতিফের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ পায় পিএসএল কর্তৃপক্ষ।

এছাড়া পিএসএলের আরো কয়েকজন খেলোয়াড় আছে কর্তৃপক্ষের আতস কাঁচের নিচে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইসলামাদের মোহাম্মদ ইরফান এবং করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজাইব খানকে। তবে তাদেরকে নিষেধাজ্ঞা দেয়া হয়নি। জুলফিকার ও শাহজাইব জিজ্ঞাসাবাদে নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান। তাদের খেলতে কোনো বাঁধা নেই। তবে মোহাম্মদ ইরফান পর্যবেক্ষণে রয়েছেন বলে জানালেন তিনি।

২৭ বছর বয়সী উদ্বোধনী ব্যটাসম্যান নাসির জামশেদ পাকিস্তানের হয়ে ২ টেস্ট, ৪৮ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু গতবারের মতো এবারও তিনি পাকিস্তান সুপার লীগে দল পাননি। এক্ষেত্রে পিএসএলের কোনো কর্মকা- নিয়ে তাকে নিষিদ্ধ করা হয়নি। তাকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি বিরোধী আইন অমান্য করার অপরাধে।

শেয়ার করুন