মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ৪

মুম্বাইয়ের কেন্দ্রস্থলে ক্রিস্টাল টাওয়ার নামের একটি আবাসিক বহুতল ভবনে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় এলাকা পারেলের এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। আগুন লাগলে ভবনের শীর্ষ তলায় লোকজন আটকা পড়েন বলে জানিয়েছে এনডিটিভি।

পরে উদ্ধারকারীরা ক্রেন ব্যবহার করে তাদের নামিয়ে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পারেলের হিন্দমাতা সিনেমা হলের নিকটবর্তী ওই ভবনটির আগুনকে দুই মাত্রার আগুন বলে চিহ্নিত করেছে মুম্বাই দমকল কর্তৃপক্ষ।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়তে থাকা আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনটির উঁচু তলার বাসিন্দারা সিঁড়িতে আটকা পড়েন বলে জানিয়েছেন মুম্বাই দমকলের প্রধান পিএস রাহাংদালে।

দমকলের আটটি ফায়ার ইঞ্জিন, চারটি পানির ট্যাঙ্কার, পুলিশ ও বৈদ্যুতিক মিস্ত্রিরা আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেছেন এবং ভবনটির ভিতরে আটকা পড়া লোকজনকে উদ্ধার করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।