শিল্পকলায় অনুষ্ঠিত ‘ভাষার গৌরবে কথার সৌরভে’

চট্টগ্রাম : নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সম্মিলিত আবৃত্তি পরিষদের আবৃত্তি অনুষ্ঠান ‘ভাষার গৌরবে কথার সৌরভে’ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ টি দলের ১৮ জন নবীন আবৃত্তি শিল্পী ৪০ টিরও বেশি কবিতা পরিবেশন করেন।

শামীমা শিলার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি অধ্যাপক রীতা দত্ত বলেন, ফেব্রয়ারী ভাষার মাস, গৌরবের মাস। তবে সারা বছরই নবীনদের মুখে শুদ্ধ বাচন শিল্পের চর্চা প্রয়োজন।

সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান বলেন, সম্মিলিত আবৃত্তি পরিষদ বাঙ্গালিয়ানাকে হৃদয়ে ধারণ করে তা সকলের কাছে পৌছাঁনোর লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নির্মান আবৃত্তি অঙ্গনের পুস্পা সর্ববিদ্যা, বাপ্পী হায়দার, বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্রের গৌরি নন্দীতা, নারজুমা শিরিন, নরেন আবৃত্তি একাডমীর নওশীন বিনতে জামাল, শেখ মোহাম্মদ ফাহাদ, বর্ণ আবৃত্তি পাঠশালার সাইদুল করিম সাজু, জাহানারা করিম টিনা, প্রমা আবৃত্তি সংগঠনের তৃষিতা চৌধুরী, আচরারুল হক, কন্ঠনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্রের তাজুল ইসলাম, মনিষা মীরা, সুচয়ন ললিতকলা একাডেমীর কামনাশীষ চক্রবর্তী, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর ফাল্গুনী ঘোষ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের মুহাম্মদ ফারুক আজম, ফাহমিদা ইয়াসমিন, ঐকতান পরিবারের নিপা আকতার ও মনীষা দে আবৃত্তি পরিবেশন করেন।

মঞ্চ পরিকল্পনায় ছিলেন সেলিম রেজা সাগর এবং আবহ সংগীতে দিদারুল আলম।

শেয়ার করুন