পাকিস্তানে শীর্ষ ব্যক্তিদের বিমানের প্রথম শ্রেণিতে আরোহণে নিষেধাজ্ঞা

পাকিস্তানের শীর্ষ ব্যক্তিদের জন্য বিমানের প্রথম শ্রেণিতে আরোহন নিষিদ্ধ করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের নতুন মন্ত্রিসভা। নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের আওতায় থাকবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার, মুখ্যমন্ত্রীও।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান থেকে যেসব ফ্লাইট পরিচালনা করা হয় তাতে প্রথম শ্রেণির কোনো ক্যাটাগরি নেই। অন্যদিকে বিদেশি এয়ারলাইন্সগুলোর এ শ্রেণির বিমানভাড়া বিজনেস ক্লাস বা ক্লাব ক্লাসের তুলনায় তিনশ’ গুণ বেশি।

ইমরান খান যখন বিদেশ সফরে যাবেন তখন তিনি বিজনেস ক্লাসের টিকিট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তার যে বিশেষ বিমানটি আছে সেটি দেশের ভেতরে চলাচলের জন্য ব্যবহার করবেন তিনি।

এ ছাড়া মন্ত্রিপরিষদের ওই বৈঠকে সরকারি অফিস বর্তমানের ৫ দিনের পরিবর্তে ৬ দিন খোলা রাখার বিষয়ে প্রস্তাব ওঠে। প্রাথমিকভাবে উৎপাদনশীলতা বা অগ্রগতিকে সমৃদ্ধ করার জন্য এ প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।