সিজেকেএস-ফোর এইচ গ্রুপ-ডায়মন্ড সিমেন্টের আয়োজন
গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা শুরু চট্টগ্রামে

গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা শুরু চট্টগ্রামে

চট্টগ্রাম : বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফোর এইচ গ্রুপ ও ডায়মন্ড সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় ও বনফুল গ্রুপের সহ-পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-ফোর এইচ গ্রুপ-ডায়মন্ড সিমেন্ট গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযেগিতার রোববার (২ সেপ্টেম্বর) বিকাল হতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের অডিটোরিয়ামে শুরু হয়েছে।

বাংলাদেশ, ভারত, নেপাল ও মালয়েশিয়ার ৫ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার, একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৮ জন ফিদে মাস্টার ও ২ জন মহিলা ফিদে মাস্টারসহ ৩০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

গ্র্যান্ড মাস্টারবৃন্দ হলেন-বাংলাদেশের জিয়াউর রহমান, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও নিয়াজ মোরশেদ, ভারতের এম, আর, ললিত বাবু ও দিব্যেন্দু বড়ুয়া।

গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা শুরু চট্টগ্রামে

আন্তর্জাতিক মাস্টাররা হলেন-মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শাকিল ও দুলিপালা বালা চন্দ্র প্রসাদ। আজ প্রথম রাউন্ডের খেলায় চট্টগ্রামের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক এ ইভেন্টে টপ সিডেড খেলোয়াড় ভারতের এম, আর ললিত বাবুর সাথে ড্র করার কৃতিত্ব দেখান। মালেক সাদা ঘুঁটি নিয়ে খেলে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ২৭ চালের মাথায় ড্র করেন। বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন। শরীফ কালো ঘুঁটি নিয়ে জিয়ার রেটি ওপেনিংয়ের বিরুদ্ধে খেলেন এবং ৮৫ চালের মাথায় খেলাটি ড্র হয়। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, বেঙ্গল চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডে মাস্টার এস, এম, স্মরনকে, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চট্টগ্রামের মাইনুদ্দিন আহমেদকে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম নেপালের কায়স্থ মদন কৃষ্ণাকে, শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চ্টগ্রামের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে, সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান সুলতানা কামাল পাঠগারের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে, সোনারগাঁও চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার দুলিপালা বালা চন্দ্র প্রসাদ মালয়েশিয়ার শুভ্রমানিয়াম সুমিতকে ও ভারতের অনুস্টপ বিশ্বাস মালয়েশিয়ার নিক আহমদ ফারুকীকে পরাজিত করেন।

সাব-জুনিয়র চ্যাম্পিয়ন নিউনেশন চেস ক্লাবের সুব্রত বিশ্বাস ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কাছে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার সাহেলী ধর বড়ুয়ার কাছে, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনতা চৌধুরী ভারতের নীলেশ সাহার কাছে ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান নেপালের রাজভান্ডারী রিজেন্দ্রার কাছে হেরে যান।

এ ইভেন্টের খেলা ১০ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ীদের নগদ পাঁচ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে এর মধ্যে প্রথম পুরস্কার দেড় হাজার মার্কিন ডলার, দ্বিতীয় পুরস্কার এক হাজার মার্কিন ডলার এবং তৃতীয় পুরস্কার ছয় শত মার্কিন ডলার রয়েছে। সোমবার সকাল ১০ টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

শেয়ার করুন