লিটন হত্যার তদন্তে নতুন মোড়
কুড়িয়ে পাওয়া পিস্তলের ম্যাগাজিনে রহস্য উদঘাটন

এমপি লিটন হত্যার তদন্তে নতুন মোড় নিয়েছে। ৫২ দিন পর খুলতে শুরু করেছে রহস্যজট। ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগজিনের সূত্র ধরে লিটন হত্যার নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবী একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের ফেলে যাওয়া ৬টি গুলিসহ একটি ম্যাগজিনের সুত্র ধরে ৫২ দিন পর এমপি লিটন হত্যার মূল রহস্য উদঘাটন করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার অফিস চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিইজি খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের ফেলে যাওয়া ৬টি গুলিসহ একটি ম্যাগজিনের সুত্র ধরে ৫২ দিন পর এমপি লিটন হত্যার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। এমনকি হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল, পিস্তলের ম্যাগজিন, শর্টগানের কভার, ১০টি গুলির খোসা, মোবাইলের সিম ও একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, এমপি লিটন হত্যার মুল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খাঁন। বুধবার (২২ ফেব্রুয়ারি) তাকে ১০ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই নৃসংশ হত্যাকান্ড ঘটিয়েছেন। একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় সড়কে কুড়িয়ে পাওয়া ৬টি গুলিসহ একটি পিস্তলের ম্যাগজিন লিটন হত্যা তদন্তের মোড় ঘুরিয়ে দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত হত্যা মামলার সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা (সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান) জানান, গত ১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ধোপাডাঙ্গার নয়া বাজার এলাকায় ফাহিম নামে এক যুবকের একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই শেষে দুর্বৃত্তরা তাড়াহুড়া করে পালাতে গিয়ে অসাবধানতাবশত: ওই এলাকায় ৬টি গুলিসহ একটি ম্যাগজিন ফেলে রেখে যায়। স্থানীয় কয়েকজন ওই ম্যাগজিনটি কুড়িয়ে পেয়ে থানায় জমা দেন। পরে পরীক্ষা করে দেখা যায় এমপি লিটনের শরীর থেকে অপারেশন করে বের করা গুলি এবং তার বাড়িতে হত্যার পর প্রাপ্ত গুলির খোসার সঙ্গে কুড়িয়ে পাওয়া ওই ম্যাগজিনের গুলির মিল রয়েছে। এই সুত্র ধরে সুন্দরগঞ্জ থানা পুলিশ কাদের খাঁনকে তার লাইসেন্সকৃত পিস্তল ও গুলি থানায় জমা দিতে বলে। কিন্তু কাদের খান মোট চল্লিশ রাউন্ড গুলির মধ্যে মাত্র ১০ রাউন্ড থানায় জমা দেন। বাকী গুলি কি করলেন – এ প্রশ্ন করা হলে তার কোন সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি। ফলে ওই ছিতনাইকারীদের খোঁজা শুরু হয়। বের হতে থাকে লিটন হত্যাকান্ডের মূল রহস্য।

তিনি আরো জানান, মঙ্গলবার ভোর রাতে জেলা শহরের ব্রিজ রোড এলাকা থেকে ওই ছিনতাইয়ে অংশ নেয়া কর্নেল কাদেরের দুর সস্পর্কের ভাগ্নে ও তার বাড়ির তত্ত্বাবধায়ক শাহীন মিয়া (২৩), কাজের লোক রাসেদুল ইসলাম ওরফে মেহেদী হাসান (২২) এবং তার গাড়ির চালক আব্দুল হান্নানকে (২৭) আটক করা হয়। পুলিশের কাছে তারা এই হত্যাকান্ডের বর্ণনা দেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক সাবেক এমপি কর্ণেল (অব.) ডা. আব্দুল কাদের খাঁনকে মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা শহরের গরীব শাহ ক্লিনিক সংলগ্ন বাসা থেকে আটক করা হয়। পরে ওইদিন রাতেই সাড়ে ৯টার দিকে বগুড়া থেকে কাদের খাঁনকে পুলিশভ্যানে করে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ১০ দিনের রিমান্ড চেয়ে গাইবান্ধার আদালতে কাদের খাঁনকে হাজির করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুব শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদ সম্মেলনে ডিইজি খন্দকার গোলাম ফারুক আরো জানান, কর্ণেল কাদের খাঁনের গাড়ি চালক আবদুল হান্নান হত্যাকান্ডের পর কিলারদের পালিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন। হত্যাকান্ডে তার ভাগ্নে কাম ও বাড়ির তত্তাবধায়ক শাহীন মিয়া, কাজের লোক বলে পরিচিত রাসেদুল ইসলাম ওরফে মেহেদী হাসানসহ চারজন অংশ নেয়। এরমধ্যে রানা নামে একজন পলাতক রয়েছে।

জেলা জজ আদালতের সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বলেন, চাঞ্চল্যকর এমপি লিটন খুনের মামলাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণ করা হবে। সে কারণেই এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন