জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ মার্চ ক্লাস বর্জন

দেশের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তি ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আগামী ২৩ মার্চ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ এমএম আউয়াল সিদ্দিকী বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৩ মার্চ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পিরিয়ডের ক্লাস বর্জন, ১ ও ৯ মার্চ এমপিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ১৬ মার্চ সারাদেশের জেলা সদরে মানববন্ধন পালনের পাশাপাশি প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল পালন করা হবে।

শেয়ার করুন