রামুর বিজয়ফুল উৎসব উদযাপন অনুষ্ঠানে হুমায়ুন কবির
বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নাই

রামুর বিজয়ফুল উৎসব উদযাপন অনুষ্ঠানে হুমায়ুন কবির

নাইক্ষ্যংছড়ি : রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়। ঝাকঁজমক ভাবে প্রতিযোগিতাপূর্ণ উৎসব মুখর প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ ইসহাক সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির বলেন, টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নাই। সেহেতু শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষকদের আরো আন্তরিক ভাবে মনোনিবেশ করতে হবে।

জাউচ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক লুৎফুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাষ্টার গোলাল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, থোয়াঙ্গা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার এম,ইউ,পি,পুর্বজুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, থোয়াঙ্গা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার আলম, বেগম হালিমা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফইজুল্লাহ মোহাম্মদ হাসান, ক্যাজরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল হক।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু কাউছার, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আমির হোসাইন, মাষ্টার আলী হোসাইন, মাষ্টার ছুরুত আলম, মাষ্টার সালেহ আহমদ, মাষ্টার কহিনুর আজম, মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুর আফজা শাহেদা আক্তার, বেনজির রশিদ, তাছমিন জাহান লুৎফা, ফাতেমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানশেষে অতিথিরা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।