চারদিনে না ফেরার দেশে ফটিকছড়ির ৩ যুবক

অসময়ে না ফেরার দেশে চলে গেল ফটিকছড়ির ৩ যুবক

এইচএম সাইফুদ্দীন (চট্টগ্রাম) : মাত্র ৪ দিনের ব্যবধানে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন ফটিকছড়ির তিন যুবক। কেউ সড়ক দুর্ঘটনায় তো করোর হৃদ ক্রিয়া বন্ধ হলে পরিবার পরিজন, আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে ওপারে পাড়ি জমান ওরা তিনজন। আকস্মিক এমন বিয়োগান্তক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদের মধ্যে উপজেলার কাঞ্চননগরের রাসেল তালুকদার, ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারের ব্যবসায়ী সাইফুল করিম সবুজ ও ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের ২য় বর্ষের ছাত্র জাহেদ হাসান পাপ্পু। এসব মৃত্যুর ঘটনায় ফটিকছড়ির মানুষের হৃদয় নাড়া দিয়েছে।

জানা যায়, গত ২৫ অক্টোবর রাতে মোটর সাইকেল নিয়ে বাড়ী ফেরার পথে হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্নক ভাবে আহত হন উপজেলার কাঞ্চননগন ইউনিয়ন পরিষদের সদস্য মজাহারুল ইসলামের ছেলে রাসেল তালুকদার (২৬)। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

বিবিরহাট বাজারের ব্যবসায়ী পৌরসভার উত্তর ধুরুং এলাকার আব্দুর রশিদ মেম্বার বাড়ীর শফিউল আলমের ছেলে সাইফুল করিম সবুজ (২৭) গত ২৮ অক্টোবর ভোরে হৃদ রোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যান। সর্বশেষ সোমবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের চাঁন মিয়া সওদাগর বাড়ীর মুহাম্মদ দুলালের ছেলে জাহেদ হাসান (১৮) বিবিরহাট বাজারের ছড়ারকুল নামক স্থানে মোবাইলে কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অকালে এ ৩ যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।