চোরাই কয়লা, পাথর মাদকের হাট জমজমাট : ২০টন কয়লা জব্দ

চোরাই কয়লা, পাথর মাদকের হাট জমজমাট : ২০টন কয়লা জব্দ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া (সুনামগঞ্জ) : তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা, পাথর ও ইয়াবার বাণিজ্য জমজমাট। পাচারকৃত অবৈধ মালামাল ও টাকা-পয়সার ভাগভাটোয়ারা নিয়ে চোরাচালানীদের মধ্যে ইতিমধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। আর চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে এপর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে। তারপরও নেওয়া হয়নি আইনগত কোন ব্যবস্থা। কারণ রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে পাচাঁরকৃত এসব অবৈধ মালামাল হতে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা চাঁদা।

বুধবার (৩১ অক্টোবর) ভোর ৫টায় অভিযান চালিয়ে ২০মে.টন চোরাই কয়লা বিজিবি আটক করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এব্যাপারে বিজিবি ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১টা হতে বুধবার ভোর পর্যন্ত টেকেরঘাট পুলিশ ফাঁড়ির পিছন দিয়ে ভারত থেকে ৫০মে. টন চোরাই কয়লা ও বিপুল পরিমান ইয়াবা
পাঁচার করে অস্ত্র মামলার আসামী লেংড়া বাবুল ও ইসাক মিয়াগং।

পরবর্তীতে বড়ছড়া শুল্কষ্টেশনের জাহের আলীর ডিপুতে ও বিন্দারবন্দ গ্রামের কাজল মিয়া, আবুশামার বাড়িতে নিয়ে পৃথক ভাবে কয়লা মজুত করে এবং লাকমা গ্রামের মাদক ব্যবসায়ী আশিকনুর, কামরুল মিয়া, রতন মিয়া, আব্দুল হাকিম ভান্ডারী,ইদ্রিস আলীসহ লেংড়া বাবুল ও ইসাক মিয়ার বাড়িতে ইয়াবা মজুত রেখে খুচরা ও পাইকারী বিক্রি করা হয়। এখবর পেয়ে টেকেরঘাট কোম্পানী কমান্ডার আনিসুল হক বিন্দারবন্দ গ্রামে অভিযান চালিয়ে ২০মে. টন চোরাই কয়লা আটক করেন। ১বস্তা চোরাই কয়লা পাচাঁরের জন্য টেকেরঘাট পুলিশ ফাঁড়ি এএসআই ইমামের নামে ৮০টাকা, ইয়াবা বিক্রির জন্য সাপ্তাহিক ১৫ হাজার টাকা ও টেকেরঘাট বিজিবি ক্যাম্পের নামে একই হারে উৎকোচ নিচ্ছে লেংড়া বাবুল ও ইসাক মিয়া।

এব্যাপারে অস্ত্র মামলার আসামী লাকমা গ্রামের লেংড়া বাবুল বলেন, পত্রিকায় লেখালেখি করে কিছুই হবেনা কারণ এএসআই ইমাম ভাই আমার সাথে আছেন। মাদক ও চাঁদাবাজি মামলার আসামী লালঘাট গ্রামের কালাম মিয়া বলেন, চোরাচালান ও চাঁদাবাজি করতে গিয়ে আমার বিরুদ্ধে ৮-১০টি মামলা হয়েছে কিন্তু কিছুই হয়নি, আপনি জানেনা আমার হাত কত লম্বা।

মাদক মামলার জেলখাটা আসামী চাঁনপুরের চোরাচালানী আবু বক্কর বলেন, পত্রিকায় লেখালেখি করে আমাদের কাজ বন্ধ করা সম্ভব না,যত পারেন লেখেন। টেকেরঘাট পুলিশ ক্যাম্পের এএসআই ইমাম বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি সীমান্ত চোরাচালান বন্ধ করার দায়িত্বে বিজিবি, পুলিশ না।

এব্যাপারে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পে হাবিলদার মশিউর বলেন, চোরাচালানের বিষয়ে আমার জানা নাই, এব্যাপারে খোঁজ নিয়ে দেখব। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানীর কমান্ডার সুবেদার আনিসুল হক বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধ করাসহ চোরাচালানীদের হাতেনাতে গ্রেফতারের চেষ্টা করছি।