চকরিয়ায় ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চকরিয়ায় ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

কক্সবাজার : চকরিয়া পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৩৮) নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে চকরিয়া পৌর শহরের চিরিংগা বাসষ্টেশন পাড়া এলাকা থেকে ধৃত আসামীকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের বাসষ্টেশন এলাকার মৃত নজির আহমদের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার চিরিংগা বাসষ্টেশন এলাকায় সাজাপ্রাপ্ত পালাতক এক আসামী অবস্থান করার সংবাদ পেয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আদালতের পরোয়াভুক্ত ৫ বছরের সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৮) নামের পালাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : মিয়ানমার সেনা সদস্য আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে

সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় আদালত পাঁচ বছর সাজা পরোয়ানা জারি করে। ধৃত আসামী সাজা পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫বছরের সাজাপ্রাপ্ত পালাতক এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।ধৃত আসামীর বিরুদ্ধে চেক প্রতারণা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে উপস্থাপনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।