পাঠ আবর্ত আয়োজনে আলাপ
আলা হযরত ইমাম আহমদ রেযার কাব্য দর্শন ও কবিতা পাঠ

পাঠ আবর্তের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিবৃন্দ

চট্টগ্রাম : নগরীর চকবাজার পাঠ আবর্ত কার্যালয়ে পাঠ আবর্ত’র আয়োজনে আলা হযরত ইমাম আহমদ রেযার কাব্য দর্শন ও কবিতা পাঠ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।

দাউদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় আয়োজক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার মুহাদ্দিস হাফেজ কবি আনিসুজ্জামান। অতিথি ছিলেন, সোশ্যাল এক্টিভিস্ট তৈয়বুল ইসলাম তুহিন এবং মাওলানা কামরুল ইসলাম।

আরো পড়ুন : মসজিদ ও মন্দিরে খোরশেদ আরা হকের অনুদান

বক্তারা বলেন, আলা হযরত ইমাম আহমদ রেযার কাব্য দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় ইশকে রাসূল। বক্তারা আরো বলেন, তিনি জ্ঞান-বিজ্ঞানের ৭৫টি শাখা-প্রশাখায় গ্রন্থরাজি রচনা করেন। যা আরবি, ফারসি ও উর্দু ভাষায় রচিত হওয়ায় অনুবাদের অভাবে বাংলা ভাষাবাসীদের নিকট এই মহান মনীষা এখনো তেমন পরিচিত হয়ে উঠতে পারেনি। তাই তাঁর মূল্যবান গ্রন্থরাজি অনুবাদ করা সময়ের দাবি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাঠ আবর্তের পরিচালক মো. হানিফ মান্নান,শরীফ মান্নান,রিপন, রুবেল, শাহাদাৎ, রায়হান, আবিদ, সাইফুল, আসাদ, রেজা প্রমুখ।

শেয়ার করুন