তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী

তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্যভাবে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শুক্রবার (১০ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে শুরু হয়ে র‌্যালিটি দোয়েল চত্বর আনন্দ বিহার তবলছড়ি হয়ে স্কুলে গিয়ে শেষ হয়। এ সময় স্কুলের প্রাক্তন ছাত্রীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের এমন আনন্দঘন আয়োজনে সামিল হতে পেরে আনন্দিত এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা। সত্তর দশকের সুপ্তি চাকমা বলেন, ‘ভাবতেই পারিনি আর কখনো প্রিয় ক্যাম্পাসে এভাবে মিলিত হতে পারবো। অনেক হারিয়ে যাওয়া বান্ধবীদের খুঁজে পেয়েছি এখানে।’

নব্বই দশকের শিক্ষার্থী মডেল অপর্ণা বলেন, ‘আজকের দিনটি সত্যিই জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম।’

বিকালে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও দুই সংসদ সদস্যও উপস্থিত থাকবেন। আগামীকাল শনিবার সমাপনী দিবসে প্রধান অতিথি অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন