সিলেটে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে আ স ম আব্দুর রব
জাতীয় নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দিবে জাসদ

সিলেটে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন আ স ম আব্দুর রব। ছবি সংগৃহীত

সুষ্ঠু পরিবেশ থাকলে আগামী নির্বাচনে জেএসডি এককভাবে অংশ নেবে। এ নির্বাচনে ৩শ’ আসনে নিজেদের প্রার্থী দেয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। তিনি দলের নেতাকর্মীদের মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার পরামর্শ দেন। রব আরো বলেন, সুশাসনের অভাবেই দেশে মৌলবাদের উত্থান ঘটেছে। দেশে এখন গণতন্ত্র ও সুশাসন কোনটাই নেই। বিচার বিভাগের স্বাধীনতা বলা হলেও বাস্তবে তা নেই।

শনিবার (১১ মার্চ) সিলেটের জেএসডির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে সরকারকে আইন মানার আহ্বান জানিয়ে আ স ম আব্দুর রব বলেন, ‘৭১এ দেশ স্বাধীন করেছি আমরা, কিন্তু এখনো দেশে ১২’শ এর বেশি বৃটিশ আইন চালু রয়েছে। অবিলম্বে এসব বিদেশি আইন পরিবর্তনের দাবি জানান ওই জাসদ নেতা।

শেয়ার করুন