নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবিতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : পরিবেশের ভারসাম্য রক্ষায় নাইক্ষ্যংছড়ি সদর ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ১১ বিজিবি উদ্যোগে ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃকর্ণেল আসাদুজ্জামান।

বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জোন কমান্ডার আসাদুজ্জামান জানান, সীমান্তের বর্ডার গার্ড ব্যাটালিয়ন তাদের পেশাগত দায়ীত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে থাকে।

তারই অংশ হিসাবে ব্যাটালিয়নের জোয়ানেরা বিভিন্ন জাতের গাছের চারা রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। এ বছর ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্তের বিওপির সড়ক গুলোর দুই পাশে এবং খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ২২ হাজার চারা রোপন করবে। এছাড়া সদর ব্যাটালিয়ানে আট হাজারের অধিক চারা রোপন করা হবে।

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১১ বিজিবির মেডিকেল অফিসার (এমও)ক্যাপ্টেন মশিউর রহমান লিমন, বিজিবির সহকারি পরিচালক মো. জামাল হোছাইন, জেসিও ছামিউল ইসলামসহ সকল জেসিও, এনসিও এবং বিভিন্ন পদবীর জোয়ানেরা উপস্থিত ছিলেন।