চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৪৮

চট্টগ্রাম : আরও ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।  এতে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৮ জনে।

শুক্রবার (২৬ জুলাই) এসব রোগী শনাক্ত হয়। এর মধ্যে বেসরকারি মেডিকেল সেন্টারের ৫ জন ও রয়েল হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালে ১ জন করে মোট ৭ জন রোগী শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী  বলেন, নতুন ৭ জন রোগীর তথ্য পেয়েছি। এ পর্যন্ত চট্টগ্রামে ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে। মশক নিধনে এবার ২ কোটি টাকার ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, ১০ হাজার লিটার লার্ভিসাইড ছিটানো হবে।
পাশাপাশি সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম করেছে। নগরে অবস্থিত ৯টি আরবান ডিসপেনসারিতে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন