অবিশ্বাস্য কিছু নারীর অস্তিত্ব পৃথিবীতেই

বার্মিজ আদিবাসী :
মায়নমারের প্যাডাং বা কারেনি উপজাতির মহিলাদের গলা অস্বাভাবিক রকমের দীর্ঘ হয়। কপারের প্যাঁচানো তারের বিশেষ অলঙ্কার গলায় বসিয়ে ছোটবেলা থেকেই কৃত্রিম উপায়ে তাদের গলার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। এই উপজাতির অন্তর্ভুক্ত এমন মহিলাও রয়েছেন, যার গলাটাই প্রায় এক ফুট লম্বা।

অ্যানেটা ফ্লোরসাইক :
পোল্যান্ডের এই তরুণীকে পৃথিবীর সবচেয়ে বলশালী মহিলা বলে মনে করা হয়। অ্যানেটা ‘ওয়ার্ল্ডজ স্ট্রংগেস্ট ওম্যান’ প্রতিযোগিতা জিতেছেন চার বার। তার চেয়ে বেশি বার এই খেতাব আর কেউই পাননি।
অ্যানেটা অনায়াসে একটা ফ্রাইং প্যান দু’হাতে দুমড়ে পাঁপড়ের মতো গুটিয়ে ফেলতে পারেন।

ম্যান্ডি সেলার্স :
ইনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় পায়ের অধিকারিণী। জিনঘটিত রোগের কারণেই তার দু’পায়ের এই অস্বাভাবিক বৃদ্ধি। ম্যান্ডির গোটা শরীরের ওজন ১৩৩ কেজি। তার মধ্যে তার দু’টি পায়ের ওজনই ৯৫ কেজি।

অ্যাবিগেল এবং ব্রিটনি হেনসেল :
ইনি বা এরা হলেন দুই মাথা সম্পন্ন নারী। এরা আদপে যমজ। কিন্তু গর্ভাবস্তা থেকেই এরা এক শরীর এবং দুই মাথা নিয়ে বড় হচ্ছেন। অ্যাবিগেল এবং ব্রিটনি জন্মগতভাবে মার্কিন।

জুলিয়া নিউস :
এই মার্কিন নারী শরীরের ৯৫ শতাংশই ট্যাটু দিয়ে ঢেকে ফেলেছেন। পরফিরিয়া নামের এক ধরনের চর্মরোগকে গোপন করার জন্যই ট্যাটুর রাস্তা বেছে নেন জুলিয়া।

শেয়ার করুন