রহস্যঘেরা মিতু হত্যা
‘প্রয়োজনে বাবুল ও বহ্নিকে জিজ্ঞাসাবাদ করা হবে’

মাহমুদা খানম মিতু- ফাইল ছবি

চট্টগ্রাম : পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার এবং নিহত এসআই আকরাম হোসেনের স্ত্রী বনানী বিনতে বহ্নিকে জিজ্ঞাসাবাদ করলেই মাহমুদা খানম মিতু হত্যার রহস্য জানা যাবে। আকরাম ও মিতু হত্যার রহস্য একই সুঁতায় গাঁথা। উদ্দেশ্যও একই। আকরামের বোন জান্নাত আরা পারভীন রিনি মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করে বিষয়টি সরাসরি তাকে জানিয়েছেন। আলোচিত মিতু হত্যার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন প্রয়োজনে বহ্নিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেন রিনি এবং তার ভাগ্নি মুর্শিদা জাহান ডলি।

সাক্ষাৎশেষে বেরিয়ে এসআই আকরামের বড় বোন জান্নাত আরা রিনি সাংবাদিকদের বলেন, ‘মামলা দুইটি আলাদা হলেও উদ্দেশ্য এক। একই উদ্দেশ্যে দুইজনকে (মিতু ও আকরামক) হত্যা করা হয়েছে। পরকীয়ার জন্য এসআই আকরামকে আগে এবং মিতুকে পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বনানী বিনতে বশীর বহ্নি ও বাবুল আকতারের আগে থেকে সম্পর্ক ছিল। বিয়ের পর বিষয়টি জানতে পারি। এরপর আকরামের সাথে বহ্নির দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। এটা আমরা তদন্তকারী কর্মকর্তাকে বলেছি। উনি বলেছেন সব তথ্য উনি দেখবেন এবং তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

তবে এডিসি কামরুজ্জামান জানিয়েছেন, তিনি লিখিত কোন অভিযোগ পাননি। শুধুমাত্র আকরামের বোন ঝিনাইদহে যে সংবাদ সম্মেলন করেছিলেন তার একটি কপি পেয়েছি।

শেয়ার করুন