রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা খুন টেকনাফে

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা খুন টেকনাফে

কক্সবাজার : টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা ওমর ফারুক (২৪)কে গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী ওমরকে খুব কাছ থেকে গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। তিনি ওই এলাকার আব্দুল মুনাফ সওদাগরের ছেলে।

আরো পড়ুন : এমপির পছন্দের ব্যক্তিই হবেন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি
আরো পড়ুন : গবেষকদের দাবি আগেই জানা যাবে মৃত্যুর সম্ভাব্যতা

নিহত ওমর হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড সভাপতি ও জাদিমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

নিহতের পিতা জানান, কোনো কারন ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ওমর বাড়ি থেকে বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। অতর্কিত অস্ত্রধারীরা সেখানে গিয়ে তাকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এদিকে ওমর হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।