বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
দুর্গাপুর এনসি ও মধ্য তালাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

.

মিরসরাই : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুর্গাপুর এনসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মধ্য তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

আরো পড়ু : গুলিবিদ্ধ সন্ত্রাসী আটক, অস্ত্র ও তাজা গুলি উদ্ধার খাগড়াছড়িতে
আরো পড়ুন : বাংলালিংক গ্রাহক ২২২৮৮ নম্বরে কল করলেই কথা বলবেন মেহজাবীন

ওইদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কমিটির সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে অতিথিবৃন্দ ট্রপি তুলে দেন। এছাড়াও খেলায় সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, গত ২২ জুন উপজেলার ১’শ ৯১টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। ফাইনালে ছেলেদের খেলায় দুর্গাপুর এনসি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিঠানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের খেলায় মধ্য তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উত্তর নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।