মিরসরাইয়ে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মিরসরাইয়ে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চট্টগ্রাম : মিরসরাইয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. ফজলুল হক (৪০)। তিনি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় মিরসরাইয়ে কলঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের জমি থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।

আরো পড়ুন : বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ
আরো পড়ুন : বোয়ালখালীতে হাতির আক্রমণে নিহত ৩

ফজলুল হকের বড় ভাই মো. রেজাউল করিম বলেন, গত শুক্রবার রাত এগারোটায় খইয়াছড়া ইউনিয়নের তারাঘোনা এলাকায় নিজেদের পারিবারিক মৎস্য খামার থেকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায় তাকে। অনেক খোঁজাখুজি করেও আমরা তার হদিস পাইনি।

শনিবার ভোরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে ফজলুল হকের মৃতদেহ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে ফজলুল হকের লাশ মিরসরাই থানায় নিয়ে আসে পুলিশ। তার নামে থানায় ৩টি ডাকাতির মামলা আছে। যেগুলো বর্তমানে বিচারাধীন। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।