বোয়ালখালীতে আবারো হাতির পায়ে পিষ্ট কৃষক

বন্য হাতি

চট্টগ্রাম : বোয়ালখালীতে আবারো হানা দিয়েছে হাতি। হাতির আক্রমণে নিহত হয়েছে এক কৃষক। নিহতের নাম রূপন দাশ (৪২)। তিনি স্থানীয় মৃত ধীরেন্দ্র দাশের ছেলে। এ নিয়ে উপজেলায় গত এক মাসে ৪ ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সূর্যব্রত বিলে হাতির পায়ে পৃষ্ট হন তিনি।

আরো পড়ুন : নগরজুড়ে মুক্তিযুদ্ধের বিজয় র‌্যালি নওফেলের নেতৃত্বে
আরো পড়ুন : সাংসদ ফজলে করিমের পিতা রাজাকার ছিলেন?

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, কৃষক রূপন দাশ ভোরে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাহাড় থেকে তিনটি হাতি লোকালয়ে এসে ফিরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন