জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান

সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আস্তানায় অবস্থানকারী জঙ্গিদের দুপুর পৌনে ১টার দিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।

সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েও এখন অবধি তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’

ঢাকা থেকে সোয়াত বাহিনী সিলেট পৌঁছালেই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করা হবে বলেও জানান গোলাম কিবরিয়া।

শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকেই ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি কর্ডন করে রেখেছে আইনশৃংখলা বাহিনী। তবে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে কর্ডন করা এলাকায়।

পুলিশের দাবি, জঙ্গিরা তিন দফা গ্রেনেড হামলার পর থেমে থেমে গুলিও করছে। জবাবে গুলি ছুঁড়ছে পুলিশও।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন জানান, আতিয়া মহলে জঙ্গিদের অবস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া গেছে। কমপক্ষে তিন পুরুষ ও এক নারী জঙ্গির অবস্থান প্রত্যক্ষ করা গেছে।

শেয়ার করুন