মাদক মামলার পলাতক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত টেকনাফে

প্রতীকী

কক্সবাজার : টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে টেকনাফ সদরের বড় হাবিবছড়াসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত রুবেল মাদককারবারি। তিনি টেকনাফ থানার দুই লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি। রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মাপাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।

আরো পড়ুন : ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৪
আরো পড়ুন : বায়ুদূষণে নির্বোধ শিশুর সংখ্যা বাড়ছে

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল টেকনাফ সদরের বড় হাবিবছড়াসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে।

এ সময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে তিনি টেকনাফের চিহ্নিত মাদককারবারি এবং টেকনাফ থানার দুই লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড খালি গুলির খোসা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছেন বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।