চাঁদাবাজির চেষ্টা, র‌্যাবের হাতে আটক দুই ভুয়া র‌্যাব

গ্রেফতার ২ প্রতারক

চট্টগ্রাম : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয়ে এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টাকালে দুই ভুয়া র‌্যাব প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার দুইজন হলো- নুরুল আলম টিপু (৩১) ও নাজিম উদ্দিন (৩৬)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : হাটহাজারীর নিজ ঘর থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
আরো পড়ুন : জিওনা ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনী নিয়ে একত্রে থাকেন

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, এক প্রবাসীর কাছ থেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছিল দুই চাঁদাবাজ। ওই প্রবাসী র‌্যাব-৭ এ অভিযোগ করেন। পরে ওই ব্যক্তির কাছ থেকে চাঁদার টাকা আনতে গেলে র‌্যাব সদস্যরা দুইজনকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, বরুমচড়া এলাকার বাসিন্দা কাতার প্রবাসী ওই ব্যক্তি ১ ডিসেম্বর বাংলাদেশে আসেন। একটি মোবাইল নাম্বার থেকে ওই ব্যক্তিতে ফোন করে তার বিরুদ্ধে র‌্যাব-৭ এ চারটি অভিযোগ আছে বলে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে।

বুধবার বিকেলে চাতরী চৌমুহনী এলাকায় ৫০ হাজার টাকা নেওয়ার জন্য এসেছিল তারা। গ্রেফতার নুরুল আলম টিপু একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।

শেয়ার করুন