পাইথংস স্পোটিং ক্লাবকে হারিয়ে পার্থ একাদশের জয়

বিজয়ী দলপ্রধানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

বান্দরবান : বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল খেলায় পরস্পর মোকাবেলা করেন পাইথংস স্পোটিং ক্লাব বনাম পার্থ একাদশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে বান্দরবান রাজার মাঠে বান্দরবান ফুটবল একাডেমির আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : শীতার্ত মানুষের মাঝে পতেঙ্গা টুরিস্ট পুলিশের কম্বল বিতরণ
আরো পড়ুন : কিশোরী ধর্ষণের অভিযোগে দুইজন আটক চট্টগ্রামে

এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পাহাড় বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।

খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য খলিলুর রহমান সোহাগ, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর, পাহাড় বার্তার নির্বাহী সম্পাদক এস বাসু দাশ, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি থে ওয়াং মার্মা (হ্লা এ মং), লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন কমিটির আহবায়ক উৎসব ঘোষ রাহুল, সদস্য সচিব পুলু মার্মা, যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু বড়ুয়া ভুতুসহ ক্রীড়াপ্রেমীরা।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন বান্দরবানের সাবেক ফুটবল খেলোয়াড় মোঃ মাহাফুজুর রশিদ বাচ্চু আর খেলা পরিচালনা করেন রুপন কুমার দত্ত। সহকারী রেফারির দায়িত্ব পালন করে শিমুল দাশ ও বাপ্পি মল্লিক।

সেমিফাইনাল খেলায় পাইথংস স্পোটিং ক্লাব বনাম পার্থ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পাইথংস স্পোটিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পার্থ একাদশ বিজয় লাভ করে। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

প্রসঙ্গত, প্রয়াত লাল মোহন বাহাদুর বান্দরবানের একজন স্বনামধন্য ফুটবল খেলোয়াড় ছিল, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পিতা। আর তার সৃত্মির স্মরণে বান্দরবান ফুটবল একাডেমি এই ফুটবল টুণার্মেন্টের আয়োজন করেছে, প্রথমবারের মত এবারের টর্ণামেন্টে অংশ নিচ্ছে জেলার ৮টি ফুটবল দল।