ঢাকায় ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে

ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম : ট্রাকের বডিতে বিশেষভাবে লুকানো অন্তত ১৩৬৫০ পিচ ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চল। এসময় জব্দ করা হয়েছে একটি ট্রাক (ঢাকা মেট্রো:ড-১২-১৪৩৯)। আটক গাড়ির চালক কক্সবাজারের মৃত নুরুল আমিনের ছেলে রফিকুল আলম এবং চালকের সহকারী খুরশেদ আলম একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজারের ব্রীজ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন : মানবিক পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয় নৌকার প্রার্থী আতিকুলের
আরো পড়ুন : ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা

বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের বডিতে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবা লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলো_এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা টেবলেট ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসেছ। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা জুরু করেন।

শেয়ার করুন