বিশ্ব ইজতেমা : আমীন ধ্বনিতে প্রকম্পিত টঙ্গীর তুরাগ তীর

বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। লাখো মুসল্লির চোখের পানিতে বুক ভাসিয়ে একমাত্র চাওয়া ছিল আল্লাহর নৈকট্য লাভ। আর মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় মুসল্লিদের আমীন আমীন ধ্বনিতে টঙ্গীর তুরাগ তীর প্রকম্পিত হয়ে উঠে।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় শেষ হওয়া ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করেন নিজামুদ্দিনের মাওলানা জামশেদ।

আরো পড়ুন : চট্টগ্রামে ৫ দিনব্যাপী সমন্বিত দক্ষতামুখী পুষ্টি প্রশিক্ষণ শুরু
আরো পড়ুন : চাকরির সুযোগ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে

এর আগে বাদ ফজর উর্দুতে বয়ান করেন ভারতের নিজামুদ্দিনের মুরুব্বি ইকবাল হাফিজ। পরে তা বাংলায় অনুবাদ করেন ওয়াসিফুল ইসলাম। আর হেদায়েতি বয়ান করেন মাওলানা জামশেদ। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লির ঢল নামে তুরাগ তীরে। লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছান। সকাল ১০টার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশপাশ, অলি-গলি, রাস্তা, বাসা-বাড়ি, কলকারখানা, দোকানের ছাদ, যানবাহনের ছাদ ও তুরাগ নদীতে নৌকায় অবস্থান নেন।

শেয়ার করুন