শাহ আমানতে মালিকবিহীন সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-১৪৮) ফ্লাইট থেকে তল্লাশি করে পেকেট মুড়ানো পরিত্যক্ত অবস্থায় ৫২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। যার ওজন ৬ কেজি। আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে স্বর্ণের বার গুলা উদ্ধার করা হয়। এ ব্যপারে কাউকে আটক করা যায়নি।

আরো পড়ুন : প্রথম আলো সম্পাদকসহ ছয়জনকে গ্রেফতার না করার নির্দেশ
আরো পড়ুন : আবর্জনার স্তুপ থেকে ছোটমণি নিবাসে নবজাতক

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী পরিচালক মো. রিয়াদুল ইসলাম জানান, সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে (বিজি-১৪৮) তল্লাশি চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় প্যাকেটে মোড়ানো সোনার বারগুলো পাওয়া গেছে। এগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। এ ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন