শিক্ষার্থীর বাসে সাধারণ যাত্রী বহন : চালক বরখাস্ত

.

চট্টগ্রাম : শিক্ষার্থী বহনকারী বাসে সাধারণ যাত্রী উঠানোর অভিযোগে মো. আব্দুর রহিম নামে এক চালককে সাময়িক বরখাস্ত করেছে বিআরটিএ কর্তৃপক্ষ। প্রশাসনের নির্দেশনা অমান্য করে সাধারণ যাত্রী পরিবহনের তথ্য সিসি ক্যামরায় প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষ ওই চালককে বরখাস্ত করে। একই সাথে ওই চালককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো ম্যানেজার এম. জেড রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : বায়েজিদে নিজ বাসায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন : কৃষি জমির মাটি কাটার দায়ে স্কেভেটরসহ তিনটি ট্রাক জব্দ মিরসরাইয়ে

সূত্র জানায়, এ সার্ভিসটি শুধুমাত্র শিক্ষার্থীদের যাতায়াতের জন্য। এখানে সাধারণ যাত্রী বহন করা মানে কতৃপক্ষের নির্দেশ অমান্য করা। তার এ নির্দেশ অমান্যের বিষয়টি বাসের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়। তাই এ চালককে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় নগরের বহদ্দারহাট থেকে নিউমার্কেট ও অক্সিজেন থেকে আগ্রাবাদ রোডে উদ্বোধন করা হয়েছে দশটি দোতলা বাস। প্রতিটি বাসে ৭৫টি আসনের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা স্কুলড্রেস পরিহিত অবস্থায় বাসে উঠতে হবে। প্রতিটি বাসে ছয়টি সিসিটিভি ক্যামেরা আছে। যা জেলা প্রশাসক কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীরা যেকোনো দূরত্বে মাত্র পাঁচ টাকায় ভাড়ায় চলাচল করতে পারবে। এ বাসে কোনো সুপারভাইজার কিংবা কোনো টিকিট কাউন্টার নেই। শিক্ষার্থীরা স্বেচ্ছায় সততার কাউন্টারে পাঁচ টাকা ভাড়া দিয়ে দিবে। ওই বাসে সাধারণ যাত্রী পরিবহণ করায় বাসের চালককে সাময়িক বরখাস্ত করেছে বিআরটিএ প্রশাসন।

শেয়ার করুন