চট্টগ্রাম অঞ্চল ৪র্থ জেলা গাইড ক্যাম্প বান্দরবানে

চট্টগ্রাম অঞ্চল ৪র্থ জেলা গাইড ক্যাম্প বান্দরবানে

বান্দরবান : বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল ৪র্থ জেলা গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী বান্দরবান সদরের ডনবস্কো উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের এই জেলা গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিকালে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার নিরুপা দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

আরো পড়ুন : প্রাক-প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ
আরো পড়ুন : শিক্ষার্থীর বাসে সাধারণ যাত্রী বহন : চালক বরখাস্ত

এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর রীতা দত্ত, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সিলভেস্টার মৃধা,সিএসসি, জেলা গাইড কমিশনার ও বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি কণা দেসহ জেলার ৭টি সরকারি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ১ শত ৪৬ জন গার্ল গাইডস অংশ নেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাঁবু জলসা এবং অগ্নি প্রজ্জ্বলন শেষে বিদ্যালয় ভিত্তিক প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।