নামাজে জানাযা আজ সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ডের সোনাইছড়িতে-
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ এমরান বোখারী আর নেই

বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলহাজ্ব মাওলানা সৈয়দ মোঃ শাহ এমরান বোখারী।

চট্টগ্রাম : সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সৈয়দ ফোরকান আবুর বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা শাহ এমরান বোখারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বার আউলিয়া দরগাহ শরীফের খাদেম ছিলেন।

সোমবার (২রা মার্চ) এশা নামাজ পড়ার পর নিজ বাড়ীতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : দেশের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নারী শেখ হাসিনা
আরো পড়ুন : চিত্র সাংবাদিকতায় টিকে থাকতে শিখতে হবে ফটোগ্রাফি

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মা, ভাই, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্নীয় স্বজন, সহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী সাহেব, সীতাকুণ্ড সমিতির সদস্যবৃন্দ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, হাশেমী কমিটি বাংলাদেশ’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার ৩ মার্চ সকাল সাড়ে ১০টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ শরীফের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নয়াবাংলা/হাকিম মোল্লা

শেয়ার করুন