
চট্টগ্রাম : প্রতীক পেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী ২৯ মার্চ আপনারা আমাকে দেখলে, এরপর আপনাদেরকে (নগরবাসীকে) দেখার দায়িত্ব আমার।
নির্বাচনী প্রতীক পাওয়ার পর সোমবার (৯ মার্চ) দুপুরে আমানত শাহ মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের প্রচারণার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আরো পড়ুন : চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীদের বীমার আওতায় আনা হচ্ছে
আরো পড়ুন : কিভাবে নেবেন গরমকালে ত্বকের যত্ন
এ সময় এম রেজাউল করিম চৌধুরী বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দেবেন। প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার জন্য আমাকে মনোনীত করেছেন। এখন আপনাদের সেবা করতে পারবো কি পারবো না সেই রায় আপনাদের হাতে। আপনারা ২৯ মার্চ আপনাদের মূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে আমাকে আপনাদের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দিন।